আত্মার সাথে আত্মীয়তা করে
ভুলেগেছি মনের গভীরের কথা
চেতনার যাতনায় ভ্রষ্ট হয়ে
কলঙ্কিত করেছে এ সমাজ
এরি মাঝে সব হারিয়েছি আজ
বদ্ধ হতে চাইনা ওগো সংসারের মায়ায়
বিশ্ব জগত রয়েছে আমার অপেক্ষায়
সাত সমুদ্র তেরো নদী দেখতে হবে যে
হিমালয়ের বুকে পা রেখে রেডক্লিফ পার হয়ে
পারি দেবো চকমকি বরফের দেশে
সব অভিমান ভুলে থাকতে যদি পাশে
দেখতে পৃথিবীর বুকে কত যন্ত্রণা লুকিয়ে আছে
ভালোবাসার একটু বিরহে তুমি হয়েছ কাতর মনের মাঝে শুরু হয়েছে ছিয়াত্তরের মনান্তর
বাঁধ ভাঙা জলের মতো ছুটে চলেছি দিগন্তের ঐ কালো মেঘটার দিকে বাধা দিয়োনা আমায়
বাঁচতে শেখাও নিজেকে,নিজের মতো করে
মিছে অশ্রু ঝরিয়োনা প্রিয়া কেউ দাম দেবে না
সময় চলে গেলে আর ফিরে পাবেনা ।