দু প্যাক মদের নেশায়
চোখ দুটো হয়েছে লাল
রাইফেল হাতে নিয়ে বসে
পরেছি জুতোতে নাল
দূরগম পাহাড়ি পথ ধরে
হাঁটতে হবে রাতের পর রাত
জানিনা ফিরব কি.... না
শেষ কলটাও করা হলোনা
বলতে পারলাম না তাকে
মনের গহীন অরণ্যের কথা
হয়তো বা কোনোদিন পারবোনা
কয়েক দিন পর পৌছালাম
সেই মরণ ঘাটিতে
নাজানি ভেঙেছে কত
নারীর হাতের চুডি
হয়েছে মাতৃভূমি রক্তে লাল
আজ শোধ করে নেব
সব প্রতিহিংসার আগুন
অপেক্ষার ঘড়ি হয়েছে শেষ
চারিদিকে জ্বলে উঠলো আলো
কারো কপাল কারো বুকে বিদ্ধ হলো
পুরানো হিসেব চোকতা হলো
নতুন কিছু বাকি রয়ে গেল ।