শরতের আকাশের আমোদ হয়েছে বিলীন
ছুটি টাও শেষ তবু তোমার দেখা পেলামনা
আমি আর কখনও আসবো না চন্দনা
সব আনন্দ ভঙ্গ করে তোমায় দেখতে
আসবোনা আমি আসবোনা তোমার গলিতে
কথা ছিলনা মালা গাঁথার তবু গেঁথেছি এ মনে মনি মুক্ত নয় রক্তজবা দিয়ে
করো নি দেরি হয়েছ যে এখন এক নারী
শরীরের চরম সুখ পেতে আটকে পরেছ
জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি
মনে হয় আজ ভুলে গেছো তুমি
প্রতিটি রাতে আসতে ধানের ক্ষেতে
চুপটি করে ডাকতে আমায় কাছে
বুঝলাম সে সবই ছিল মিছে
ভুল পথে হেঁটে কেটে গেছে বছর পাঁচেক
চেয়ে দেখ চন্দনা চেয়ে দেখ একটি বার
ধুলো ওড়া মেঠো পথটা আজও অপেক্ষায়
যদি পায় ঐ আলতা পরা পায়ের ছোঁয়া
জীবনের সব লাবণ্য হারিয়ে কিঞ্চিত বেঁচে আছিএকটি তারার জন্য
জানিনা কি সুখে আছো তবে যেটুকু পেয়েছি তাতেই আমি ধন্য ।