একুশ বছর পেরোলো একটিও বেলুন ফুলাতে পারলামনা
মোমবাতির মুখে আগুন দিয়ে নেভানো হলোনা
মাথায় হুল টুপি পরে উপহারের বাক্স নিয়ে
বন্ধুদের সাথে কেকের বুকে ছুরি আমার চললনা
চোখের জলে ডুবেছে সব আনন্দ তুচ্ছ করে ভাগ্যকে
কত আবদার করেছি আব্বার কাছে,একটি বারের জন্য......
বোকা আমাদের সমাজে ওসব করতে নেই যে
বুঝতে পারিনি তখন মাটির ঘরে প্রদীপ জ্বললেও
সেই মানুষের মনে কখনও জ্বলে না
দুটো বেলুন আনতে তেপান্তরী হয়ে আর ফেরেনি
এখন আমি অনেক বড়ো হয়েছি
এক হাজার মোমবাতির মুখে আগুন লাগাতে পারি
দোকানের সমস্ত উপহারের বাক্স কিনতে পারি
কিন্তু হাতে হাত রাখার জন্য আব্বা আজ নেই
নিভিয়ে ফেলেছে জীবনের মোমের বাতি ।