কার্তিক আসিলে বারবার মনে পড়ে
ওপার বাংলার মানুষের কথা
আমনের খেত পার হয়ে এসে
পদ্মার তীরে  ভাঙা নৌকায় বসে
শুনতাম অচিন পাখির কথা
"খাঁচার ভিতর অচিন পাখি
                       কেমনে আসে যায় "
বড্ড ইচ্ছে করছে দেখতে লালন শাহ কে
তার মেলাতে বায়ুল হয়ে গেয়ে
সবাই মিলে একতারায় সুর তুলে
তার আত্মার সাথে মিশে যেতাম
বিশ্ব সংসারে মানব ধর্মী হয়ে
জন্ম যদি হতো আমার লালনেরি কালে
দিক্ষা আমি নিতাম ওগো তাকে গুরু বলে
কেউ বুঝলোনা গো তাকে
জানলো না তার পরিচয়
তবু কেন তারি কথা সব জাগাতে হয়
খাঁচাটা তার রয়েছে পড়ে পাখিটা গেছে উড়ে
যে পাখিরে পোশ মানাতে হয়েছে ভব ঘুরে
আবার আমার জন্ম যদি হয়
সেই দেশেতে "সাঞ" যেন রয়



কবিতাটা লালন ফকিরের প্রতি
                উৎসর্গ করলাম ।
ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি ।