শহরের ঐ বুক চাপা
                  শুন্য গলির মাঝে
বুনো প্রেমটা আজও
                              রয়েছে বসে
তোমার অপেক্ষায়


কুলাঙ্গার মনটা
            তবু কেন হায়
খসে যেতে চাই
                       আঁধার রাতের
একটি তারার সাথে


সাদাকালো এ জীবনের
                  রঙ্গিন পর্দার অন্তরালে
চেয়ে দেখ শুধু
                           উলঙ্গ এই শরীরের
  নষ্ট মানবতার ছবি


বিংশ শতাব্দী পেরিয়েছি
                        আর অপেক্ষা নয়
প্রতিদিন কিনতে পারি
                       তোমার মতো শরীর
হোটেলের বন্ধ কামরায়
                  অনামিকা
                           আর অপেক্ষা নয় ।