আমি স্বাধীন দেশের এক পরাধীন সিপাহি
শুনবে আমার কথা.....
প্রতিদিনের বাঁধা ধরা রুটিনের মাঝে
মনের সব রস শুকিয়ে কাগজের ফুল
হয়ে ফুটে উঠেছি দেশের সীমানায়
সুখ দুঃখ যন্ত্রণা বলে কিছুই নেই
চোখে শুধু প্রতিহিংসার আগুন
ভুল কিছু দেখি না প্রতিবাদ করিনা
সব গুরুর একটাই মন্ত্র 'ইয়েস স্যার'
মায়ের জন্য মায়ের কাছে যেতে নেই
মাসের পর মাস কেউ রয়েছে বসে
চৌকাঠের মুখে আমার প্রতিক্ষায়
অঝোরে ঝরছে তার চোখের জল
বল মা বল কি দিয়ে মুছবো বল
সব রুপ রঙ গন্ধ শুশে নিয়ে
তুই এখন বলছিস ঝরে যেতে
তবে সে যৌবন সে বয়স
ফিরিয়ে দে মা ফিরিয়ে দে ।