বুঝিনা বন্ধু কাব্যিক ভাষা
করিনা কখনো কবিত্বের আশা
লিখি শুধু মনের কিছু কথা
ব্যক্ত করি একটা গোপন ব্যথা,
তোমাদের এই সুন্দর বাগানে
ফুটে ছিলাম ডুমুরের ফুল হয়ে
শুকনো পাতার মতো ঝরে যেতে হলো
চিনত না কেউ আমাকে চিনতাম সবি
তোমাদের মাঝে আমি এক অ-কবি।
যে পথেই চলি আঁধার আসে ঘনিয়ে
পিছন ফিরে দেখি কেউ নেই পাশে
ব্যথা যেন ব্যথা নয় হয়েছে মনের কথা
কবিতা যেন শুধু হৃদয়ের ব্যাকুলতা
তবু লিখে যাবো তারি কথা
হয় যদি হোক নগন্য না হোক গন্য
প্রিয়তমা এ জীবন শুধু তোমার জন্য।