আজ যদিও তুমি বড় অচেনা।
তবুও তোমাকে আমি ভুলতে পারি না।
বদলেছো তুমি, বদলেছো ঠিকানা।
অন্য কোন বুকে মাথা রেখে,
থাকতে চাইছো সুখে,
তবুও সংশয় কেন তোমার চাঁদ মুখে।
ফিরে এসো তুমি  আমার কথা যদি মনে পরে।
এখন শুন্যতা বাস করে আমার এই মনে ঘরে।
তোমার ছবি রেখেছি বন্দী করে ,
এর প্রতি দেয়ালের প্রতিটা
ফ্রেমে
আমার সবটুকু প্রেমে
আছো শুধুই তুমি।
এখনো আছি আমি তোমারই পাগল প্রেমি।
জানি না কিভাবে বদলে গিয়ে,
আজ তুমি  যাও আমার চোখের জলে বেয়ে,
জানি না কত দূরে গেছো সরে
যে তুমি শোন না।
আমার শ্বাস প্রশ্বাস কান্না ,
বোঝ না কি বেদনা বুকে ভিতরে,
তোমার স্মৃতি আঁকড়ে ছটফট করে।
নীরবতা তো কথা বলে বেদানার জলে ভিজে।
শুধু তুমি অবুঝ হয়ে,
রেখেছো আমাকে শত অবহেলার মাঝে।