শহরের বিশৃংখল ব্যাস্ততায় ,
তুমি একদিন হারিয়ে ফেলবে জানি আমায়।
সন্ধায় সোনালী হেঁয়ালি পর,
পাখিরা যখন খুঁজে নেবে তাদের ঘর।
ছিমছাম রাত্রির নিরবতায়,
ভোরের কুয়াশার মতো অস্পষ্ট,
আমাকে এক আকাশ কষ্ট দেওয়া  
তোমার আমার স্মৃতি গুলো মনে পরবে না আর
তোমার
জানি কখনো।
আমি ভুলে যাবো সব স্বপ্ন।
চিন্তার বুঁদবুঁদ যদি শান্ত মন জলাশয়ে
ঢেউ তোলে।
আমি তাকে দেবো বলে-
"এ শহরে সব ভালোবাসা যায় মরে,
জীবনে না না শর্তে ভিড়ে।"
একটা সম্পর্কে ভাঙনে হাত শুধু দুই জনের।
হাত থাকে কিছুটা এই শহরের,,,
হয়তো তোমাকে এখনও বেশী ভালোবাসি,
তাই তোমাকে করতে চাইছি না একা দোষী।