ভালোবাসা করতো বসবাস একদিন এ ঘরে।
আজো স্মৃতি তার কথা বলে ফিস ফিস করে।
রাত্রিরা এসে কেনো গায় বারে বারে বিরহের গান?
আকাশ কাছে অভিযোগ করে পৃথিবীর জুড়ায় প্রাণ?
তারা করে কানাকানি, চাঁদ হয় অভিমানী।
নিচু হয় নদীর স্বর।
এ শহর প্রতিদিন ভাঙে ঘর।
একটি ভালোবাসার গল্পকে খুন করে,
নতুন করে রস জড়ো করে নতুন গল্পের শিকড়ে।
হরে যাওয়া কালকের প্রিয়জন অচেনা হয়ে গিয়ে মুহূর্তে পরে থাকে স্মৃতি হয়ে
মনের আস্তাকুড়ে।
তুলে শত মিথ্যা অভিযোগের দেয়াল চলে যায়
অন্য ঠিকানায়।
প্রিয় চারদেয়াল গোপনে অশ্রু ঝরায়।
,,