একদিন ঠোঁট জোড়া আমায় ছুঁয়ে আঁকেছিলো, কত স্বপ্ন,
আজ রাতের ঝলমলে তারাদের তারা মতো মিশে যাচ্ছে নীল আকাশে।
আকাশের মতো বড় হয়ে যাচ্ছে একাকিত্ব।
একটু ভালোবাসার লোভে
মানতে রাজি ছিলাম সব শর্ত।
তবু কেন এ দীর্ঘশ্বাসে থেমে গেলো আমাদের গল্প।
তুমি যদি শুধু অভ্যাস হতে।
পারতাম তাকে বদলে ফেলতে।
চিন্তার শত কোলাহলে তুমি আমার হৃদয়ের স্পন্দন।
তুমি আমার জীবনে সকালের রৌদ্দের মতন।
শতাব্দীর শতাব্দী থেকে যাযাবর,
ক্লান্ত হয়ে খুঁজি ঘর।
রাতে মতো আসো আর একটি বার ফিরে,
আমি বাঁচতে চাই আবার নতুন করে , তোমাকে আশ্রয় করে।
থাকবেনা আফসোস কোন যেনো
তুমি ফিরে এলে এ জীবনের
কোন এক সোনালী বিকেলে।