বারবার প্রত্যাখানের কাছে হার মেনে,
স্রোতগুলোও আভিমানে যেনো শান্ত,
ক্লান্ত সন্ধ্যায় মত নীরবে,
হারিয়ে যাবে হয়তো আমার কথা গুলোও ওদের মতো অন্ধকারে।
রাতের আদরে হয়তো হাসবে তারাগুলো মিট মিট করে।
জানি না তুমি আবার আসবে কি ফিরে??
তবে আজ আমার বসন্ত গুলো পলাশের রঙে রঙিন হয় না।
দক্ষিণা বাতাস দীর্ঘ শ্বাস হয়ে শুধু বাড়ায় যন্ত্রণা।