কচু পাতার ওপর
শিশির বিন্দু ছুঁয়ে ভোরের আলোটা যেমন হেসে ছিলো।
হয়তো এ জীবন ভালোবাসাও মুহূর্তের জন্য এসেছিলো।
হয়েছিল সোনা ফসলের মতো স্বপ্নের চাষবাস।
আজ চৈত্র মাঠের মতো
রেয়েছে পরে শুধু দীর্ঘশ্বাস।
যে দুঃখের বিবরণ লেখা হয়চ্ছে আজ বিষন্ন কালো অক্ষরে।
নানা রঙের অনুভূতি সেখানে বসে আছে চুপ করে।
কিছু অপূর্ন স্বপ্ন , আজ যেনো শুধু ইতিহাস।
বিচ্ছেদ মানে নয় শুধুই দীর্ঘশ্বাস।