জীবন যুদ্ধে স্বপ্ন পুরণ হলো না।
পেলে না দাম , শরীরের  ঝরানো ঘাম
পুড়িয়ে নিজেকে রৌদ্রে।
নদীর মতো সন্ধ্যাটা মিশে গেলে
রাতের অন্ধকার সমুদ্রে।
তাবে চাইছে না থেমে যেতে
ঐ স্তব্ধ গম্ভীর ও রাতে।
বহু অপমান, বঞ্চিত ইচ্ছে সুচীবদ্ধ হয়ে ,
আছে এই ভাঙাচোরা হৃদয়ে।
বিশ্বাস মনে মনে হয়তো
কোন শহর কিংবা গ্রামে
আজ বিপ্লব আছে শীত ঘুমে
সরীসৃপের মতো।
দেখে নিও ও জাগরণে হবে দিন বদল, আসবে আসল বসন্ত ,,,,