শীতের তীব্রতা কমতে
পলাশ হাসলো নব বসন্তে।
ক্লান্ত সন্ধ্যার মুখে চোখে
লেগে আছে কৃষ্ণচূড়া রঙের হাঁসি।
হোগলা বনে জারো হয়েছে অজানা অন্ধকার রাশি রাশি।
সজনা ফুলের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকা জোনাকির আলো।
যেনো বলছে মৃত্যু চেয়ে জীবনটা ঢেড় ভালো।
রাত কিছুটা বাদে হলো জোৎস্নাময়।
কচুরিপানার বেগুনী ফুলে
লেগে আছে ফড়িংএর হৃদয়,
গত দুপুরে দেখেছি আমি ওদের প্রনয়।
আঁধার নিরবতা ভেঙে কথা বলে গাছের পাতা।
লাজুক হাসি হাসে কিশরী মাধবীলতা।
এক ফালি চাঁদ হাসলো আকাশের গায়।
আমি আবার হারলাম নিজেকে নীরবতার ভালোবাসায়