বিষন্নতায় ভুগছে বোধহয় ছোট্ট জোনাকিটা।
বিশাল আকাশের কাছে
কি আর আসে যায়
ওর অস্তিত্বটা!
এদিকে বাতাসে ছড়াচ্ছে নরম অন্ধকার।
দূরে ক্লান্ত তারা গুলোও জ্বলেতে চাইছে না আর।
ভীষন অন্ধকারের হাহাকারে
কঠিন মাটির বুক গেছে চিরে।
নুতন ভোরের রৌদ্র যখন প্রয়োজন তখন,
জোছনার নরম আলোর সহানুভূতিরও দেখা নেই আকাশে
নিশ্চিত পরাজয় মেনে।
হয়তো প্রিয় তুমি চুপ অভিমানে।
জোনাকির আলোর স্পন্দন এখনো থামেনি ,  
বেঁচে আছে সে নিজের স্বপ্নে ,,,,,