প্রিয় শহরের ব্যাস্ততায়, কোথায় সময়, হাতের ওপর রাখি হাত
তবুও আজ অবসরে তোমার স্মৃতি
খোঁজে কাছের যাওয়ার অজুহাত।
একদিন এ আকাশেরও পছন্দ ছিলো হাসিমুখ জোৎস্না রাত,
যদিও উদাসীন আকাশের সংসারে
চাঁদ ব্যাস্ত থাকতো তখনও তারাদের ভিড়ে।
আকাশটা যদিও এখনো উদাসীন
কিন্তু একাকীত্ব তাকে করেছে রঙহীন।
ধুলোবালিছাই মাখা এ ধসুর শহরে
আজ জানি না কি করে,
বেঁচে আছে তোমার তোরে কিছু রঙীন স্বপ্ন,
জানি তুমি আসবে না আর ফিরে,
প্রিয় শহরের রাজপথে দিয়ে, হয়তো অনেক সময় গেছে বেয়ে,
তবুও এ হৃদয়ে কান্না গুলো বার বার বলে।
ফিরে এসো তুমি সব অভিমান ভুলে।