রাতের অন্ধকারে ভিতরে
লুকানো স্তব্ধতায়
আছে গোপন কান্না।
হয়তো তুমি শুনতে তাকে পাওয়া না।
তারায় তারায় কথা হয় ইশারায়।
অন্তহীন রাত জেগে বলে যায়
হৃদয় ভাঙা কত কাহিনী।
তোমার হৃদয় থেকে
আমাকে মুছে দিয়েছো  জানি।
নতুবা পথের দূরত্ব বাড়তে বাড়তে ,
ক্ষয়ে ক্ষয়ে,পথ রেখা হয়ে
যেমন যায় হারিয়ে,
তেমনি আমিও এই আকাশে নিচে,
আছি বেঁচে তোমার অচেনা মানুষ হয়ে।
হয়তো ভীষন ঘৃণা জমে আছে আমার জন্য তোমার মনে।
এ নির্জন অন্ধকারে ভাবনার কোলাহলে ,
এ মন খুঁজে চলে
কিছু শব্দ কিছু ভাষা।
যা ফিরে দেবে আমাকে তোমার ভালোবাসা।
আর কিছুই চাই না।
এটাই আমার শেষ প্রার্থনা।