ক্ষত বিক্ষত রাতে যন্ত্রণায় কাতর শিশির বিন্দু মুছে,
ফুলটা হাসছে,
প্রজাপতির খুশিতে ব্যাঘাত ঘটে, চায় না সে,
ভালোলাগা আর ভালোবাসা যদিও এক নয়।
তবুও মনে বড় সংশয়,
কি জেনো একটা হারাবার ভয়।
যদিও চঞ্চল প্রজাপতি তো কোরো নয়।
উদাসীন বড়ো ভেসে বেড়ায় সে,
যদিও তাঁর রঙ যেনো
ফুলের রঙে মিশে।
ফুল তাকে যে নিরবে গেছে ভালোবেসে।
কোন কিছু হিসাব না কসে।