প্রকাণ্ড অন্ধকারে, রাত ঘুমিয়ে   পড়ে নিশ্চিতে আকাশের মাথা  রেখে।
ঘুম নেই আমার চোখে।
বড় একা লাগে,
বাতাস যখন কিছু বলে যায় ঢেউএর কানে কানে।
ভীষন কষ্ট ছটফট করে তখন বুকের ভিতরে।
আজকাল দিন রাত্রি গুলো আমার ভীষন ভারি হয়ে যাচ্ছে,
ভোরের নিরীহ আলো,
চেনা অচেনা কলরব।
কিছুই ভালো লাগে না আর।
শত আলোর ভিড়েও যেনো আমাকে ঘিরে রেখেছে এক অসহ্য অন্ধকার।
একটু করুনা, সহানুভূতির আলোরণ নেই সেখানে।
মাঝে মাঝে মনে হয় মৃত্যুর সাথে জীবনের দূরত্ব কমিয়ে দিয়ে,
হারিয়ে যাই মৃত্যুর শান্ত নিরবতায়।