আকাশ দীর্ঘশ্বাস ফেলে
গেছিলো বলে,
পাহাড়ের নাকি মন খারাপ হয় আমাদের মতো তার হৃদয় হয় ক্ষত বিক্ষত।
যখন তোমার মতো নদী চলে যায় ।
রেখে তাকে অবহেলায়।


তবে ওদের  মতো আমার হয়তো কাঁদে হৃদয়
বড়ো কষ্ট হয়,
চেনা তুমি অচেনা হয়ে
যখন  যাও হারিয়ে
চেনা শহরের ভিড়ে।
অন্য কারোর ডাক নাম
ধরে ।
সজানা ফুলের মতন সময় ঝরে যায়,
স্মৃতির বেকুলতায়,
কবিতায় সন্ধ্যা নামে
অভিমান জামে মনে,
তোমার  কাঁচের চুড়ি মতন
ধরে ভাঙন,
মন বোধহয় অন্ধকারে চেয়েও নরম।
কিন্তু জলের মতো সে নয় শান্ত।
শুধু শুধু ভালোবাসে রাত্রির মতো হয় ক্লআন্ত।