আজো আমি তোমাকে বাসি ভালো।
তুমি চলে যেতে নীভে গেলো সব আলো।
হঠাৎ করে ঢাকলো সব কিছু মৃত অন্ধকারে
আকাশ বুকে আজো কিছু স্মৃতি নড়াচড়া করে।
অনেক দূরে চলে গেছে বুঝি
সুখী মেঘে গুলো।
অন্ধকারের শেষ প্রান্তে যেখানে
নিভে গেলো আশার শেষ আলো।
চাঁদটাও গেছে গলে,
জোছনাটাও মুছে গেলো বলে
শুকনো অন্ধকার রাত চলছে নীরবে পায়রা মতো অনেক ধীরে।
অন্ধকারের গভীরে,‌
তোমার জন্য হাহাকার।
বড়ো অসহায় এ অন্ধকার।
ছন্নছাড়া নক্ষত্রের দল ,
কথা নেই কারো সাথে,  ভীষন শুন্যতা
নিস্তব্ধতা সম্বল।
অন্ধকার তবুও ঘুমতে চায় না।
বুকে ভিতরে তার বিচ্ছেদ যন্ত্রণা।
ভাঙাচোরা বাতাস
ফেলে দীর্ঘশ্বাস।
তোমার ঘিরে আজ সব চিন্তা ভাবনা ঘোরাফেরা করে।
মুত আন্ধকারের কবরে
ভালোবাসা আজো আছে বেঁচে।