শহরে রাজপথ গলিপথ গুলো
ছড়িয়ে আছে শিরা উপশিরা মতো ,
তাতে ছড়িয়ে আছে কত স্মৃতি কত ভালোবাসার গল্প, হৃদয় ভাঙার ক্ষত।
সন্ধ্যার মতো হয়তো তারা হারিয়ে যায় অন্ধকারে।
আকাশ শুধু সংযত চাঁদ
সে কেন্দ্রীয় চরিত্র বাকিরা বাদ।
তাই তাকে নিয়ে লেখা হয় গল্প কবিতা,
তাঁরা সারা রাত জেগে বলে কত কথা।
তবুও লিখতে দেখি না কখনো  ওদের কথা তোমায়।
বলবে অন্ধকারের ধাঁধায়,
সব কিছু ভুলে যায়
মন কিংবা সময় হয় না
অবহেলায় থেকে যায় সংখ্যা গরিষ্ঠ ,
উপমা রূপকে বাহুল্যে বর্ণনা করে করো না সময় নষ্ট।
ভিড়ে মধ্যে মিশে যায় সব কিছু,
যন্ত্রণা কিংবা অভিমান , অথবা অপমান।
শহরটা কেউ ব্যাস্ত হয়তো প্রেম , ফুলের করতে বন্দনা।
কিন্তু আমার বুকের ভিতর একটা যন্ত্রণা।
স্বপ্নকে কেন আজো ছোঁয়া গেলো না??
শরীর মরছে, প্রেম তো এলো না।
জীবন তোমার কাছে হয় রূপকথা
আমার কাছে শুধু লড়াই আর
হারের যাওয়ার ভীষন যন্ত্রণা,,,