আবার এসে গেলো।
স্বাদহীন অন্ধকার একটা রাত্রি
চোখে তোমাকে বহুদিন না দেখার ভীষন ক্লান্তি।
আকাশময় শ্মশান নীরবতা।
খইএর মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঘ কয়েকটি।
এক থালা ভাতের মতো সাদা চাঁদ
আলোকিত করা চেষ্টা করছে আকাশে ম্লান মুখেটাকে।
আকাশে বিশালতাও হার
মানে আমার একাকীত্বের কাছে।
ছায়ার মতো শান্ত হতে শিখে গেছি আমি,
হয়ে তোমার প্রাক্তন প্রেমী ।
তবু জোনাকির গায় বেয়ে নেমে আসা আলো, আমার লাগছে আর ভালো।
চাই আমার ভীষন ভাবে একটা বিশুদ্ধ অন্ধকার।