বৃষ্টি ভেজা রাতে
অন্ধকারের ভিড় ।
অন্ধকারটা কাঁপছে,
কেমন যেনো সে অস্থির।
বহুদিন কাটিয়ে ছিলাম আমরা এ ঘরে,
আজ বোধহয় কিছু স্মৃতি লেগে আছে পুরোনো চাদরে।
এ আঁধারে আজো ভেসে আসে
তোমাকে আদরের শব্দ।
জীবন বড় কঠিন গদ্য।
পাখির চোখের মতো
খুঁজে চলি আজও
তোমার নরম শরীরের আশ্রয়,
কিন্তু সব স্মৃতি তো ফেরবার নয়।