চাঁদ মাঝে মাঝে আনমনা হয়ে হেসে ফ্যালে,
আজকাল আমাকে দেখে চলে  
সারা রাত ধরে, নানা বাহানা করে।
বসন্তের তারায় ভরা আকাশে,
প্রেম প্রেম ভাব,
তারা গুলো একে ওকে দেখে হাসে।
কেউ কেউ আবার আলাপে ব্যাস্ত কাছাকাছি এসে।
রাতের গন্ধ  দক্ষিণা বাতাসে,  
আলাপী অন্ধকারে আদরের ছোঁয়া
এ রাতের লবন্যের মুগ্ধতায়,
মনকে আবার নতুন করে পাওয়া।
চাঁদ জোসনা রূপকথার গল্পে এ বসন্ত রাত ভুল কি তোমাকে কাছে চাওয়া??