দূরত্বটা যত হোক, আমরাতো এক আকাশের নীচে আজো বাস করি,
আগে ভালোবাসতাম , এখন হয়তো ভীষন ঘৃণা করি।
প্রেম মুছে গিয়ে, অস্পষ্ট স্মৃতিতে আজও তুমি আমার দীর্ঘশ্বাস হয়ে।
সময় অনেক গেছে বয়ে
যদিও তুমি হয়তো খোঁজ আমার কোনদিনও, আমি যে এখন তোমার সবচেয়ে অপ্রিয়।
চিরস্থায়ী আকাশে ভেড়ার পালের মতো মেঘ গুলো ভেসে যায়,
ওরাও আমাকে শোনে না আমায়।
বড় একঘেয়ে হয়ে গেছে বিরহের গল্প।
অন্ধকারের ঘাড়ে চড়ে, সন্ধ্যা নেমে আসবে এখুনি।
একাকিত্ব ভাগ করে নিতে পারবো তখন নীরবতার সাথে।
কিন্তু আজকাল নক্ষত্র গুলো হাসে মিট মিট করে,
দুঃস্থ হৃদয়ে হারিয়ে যাতে চাই আমি, তোমার স্মৃতিতে,
তখন চুপচাপ চাঁদ তার জোছনার আঁচলে কান্না মুছে দিয়ে,
মুহুর্তে গিয়ে পালিয়ে।
আগাছালো বড় এ জীবন
জানি জীবনের হিসাব নিকেশ কবে হবে শেষ।
তোমার ঘৃণা ভার  বহিবার
ক্ষমতা নেই  আর আমার। ,,,