যত হই না আমি অভিমানী।
তুমি আমার কথা ভাবছো না জানি।
তবুও বেহিসাবি রাত জেগে ,
তোমার কথা ভাবি,
ব্যাথা গুলো শব্দ দিয়ে সাজিয়ে হতে চাই বিরহী কবি।জমে আছে অনেক স্মৃতি মনের ভিতরে ,
আঁধারের সমুদ্রের বুকে ভাবণার নৌকা।
ভেসে চলে একা।
তাড়া নেই তার গন্তব্যে পৌঁছবার।
স্বপ্নবিহীন উদাসীন বিষন্ন জীবন।
একাকিত্ব সহানুভূতি জাননো চাঁদ অনেকটা মিষ্টি তোমার মতন।
ওর জোসনাটায় যেনো খুঁজে পাই তোমার ছোঁয়া ‌।
কত দূরত্ব বেড়ে আমাদের হিসাব রাখি নি।
তবুও তোমার স্মৃতি আজও হয়ে আছে আমার ছায়া।