ব্যাস্ততাহীন রাতে স্তব্ধ শহর।
খুঁজে পেতে চায় একটা ঘরে।
যেখানে তার অপেক্ষায় আছে প্রিয়তমা অন্ধকারে আদর।
কিন্তু দিনে ক্লান্তির শেষে
সব কিছু মেশে এক প্রকান্ত দীর্ঘশ্বাসে।
স্মৃতি খুঁড়ে অবুঝ মন।
করতে চায় অন্বেষণ,
কি ছিলো তার অপরাধ?
যে আজ চাঁদরাতে এ জীবনে এতো বিস্বাদ।
ব্যাথভরা মনে ভালবাসা নামক প্রাচীন অসুখ।
উচ্ছেদ করে , তবু বেঁচে থাকতে হবেই এই সুন্দর পৃথিবীতে,
রাঙা রোদে ভিজে দিন
ভুলে যাবে ঠিক একদিন
এ হৃদয় গেছিলো ধসে,
কেঁদে ছিলো কাউকে ভালোবেসে।