তুমি এসো ফিরে
যদি আসতে ইচ্ছে করে।
ক্লান্ত আমি বড়ো
তাই যদি বেশি দেরি করো,
পাবো হয়তো
এক আকাশ শুন্যতা।
চোখে জল ভেজা কিছু কবিতা।
কেন না।
আর আমি ভাসতে পারছিনা ।
শরৎএর মেঘের মতো।
লুকিয়ে সব ক্ষত।
যন্দ্রণার ভিড় ছেড়ে
চলে যাবো আমি অন্ধকারে,
জীবনের সৌন্দর্য তো
ফুলের পাপড়ি মতো।
রঙ হারালে সব শেষ।
আমি নাহয় হয়ে রইলাম শুধু কিছু দীর্ঘনিশ্বেস।
আর পারছিনা থাকতে অপেক্ষায়।
প্রিয়তমা ক্ষমা করো আমায়।
তোমার নামে থাকুক সব জয়।
মানে নিলাম আমি সব পরাজয়।
তুমি এসো ফিরে
যদি আসতে ইচ্ছে করে।
দুই ফোঁটা অশ্রু ফেলো
যদি ইচ্ছে করে
আমার প্রানহীন দেহটারে।
যেও ক্ষমা করে।
একটু সময় করে।
তুমি এসো ফিরে।