আকাংক্ষারা প্রসারিত হচ্ছে রোজই  এ বুকে
আরো ভালো থাকার স্বপ্ন দেখে।
যদিও স্মৃতি গুলো আজ শুধু স্মৃতি নয়
তোমার দেওয়া ক্ষত চিহ্ন হয়ে নতুন করে লড়ে বলছে ছিনিয়ে
নিতে হবে জয়।
কিন্তু জয় পরাজয় হিসাব নিকাশ অসম্পূর্ণ রেখে
মৃত্যু হঠাৎ এসে যদি মুখোমুখি হয়।  
নম্র চিতা ভষ্ম হয়ে সব অহংকার মিশে যাবে ধুলো কনায়,
হয়তো তুমি তখন চাইলেও খুঁজে পাবে না আমায়।
যদিও তুমি জয়ে হয়েও পরাজিত,
কারণ আমার মতো
কেউ তোমাকে বাসতে পারে না ভালো,
আর তুমি জানতে পারলে না আজ করছি  ঘৃণা কত
কারণ ওটাতো একান্ত ব্যক্তিগত
জানি ও সব নিয়ে ভাবার নেই তোমার অবসর।
একদিন তুমি ক্লান্ত হয়ে খুঁজবে ঘর, প্রিয় মানুষটার আদর ,,,