সহজে সে ফিরবে না কোন দিনই জানি,
কিন্তু সহজেই তার স্মৃতি ফিরে আসে এখনো
যখন তখন,অতিথীর মতো,
করে মনকে বিব্রত।
বিষন্ন মন রঙ হারায়।
ঠিক যেমন সরসে ক্ষেত, ঘাস,  উরন্ত প্রজাপতি, সব মিশে যায়, সন্ধ্যায়
মন খারাপের কালো আঁধারে।
হয়তো মন তখন সবার অগোচরে,
ধুসর নদীর পাড়ে বসে নিরালায়
বাতাস ছিঁড়ে আসা স্রোতে কথা শোনে।
ভালোবাসার সম্পর্ক ভাঙনের শব্দ সেইদিন শুনতে পারি নি,
তাই নদীর বিরোহ কাহিনী শুনে।
মনে মনে ভাবি , নদীর তো হৃদয় আছে,
ও যেনো ঠিক ঠিক পৌঁছাতে পারে
ওর প্রিয় সাগরে কাছে,
নয়তো কষ্ট পাবে বেচারা মিছে মিছে।
আসলে আজকাল যেখানেই তাকাই ,
যেনো দেখতে পাই
সবাই জেনো কেমন আছে কষ্টে করে,
মুখ ভার আকাশের , কথা নেই  বাতাসের।
ফুলের হাসিটা যেনো কেমন ফেকাসে।
আহত হয়েছি আমি খুবই বেশি
তাকে ভালোবেসে।
ভুগছি অচেনা অসুখে।
তাই জেনে দুঃখের ছাপ দেখচ্ছি চাঁদেরও মুখে,,,