উঁকি মেরে তোর মন বারান্দায়
এ মন ভালোবাসার ঠিকানা চায়।
একটু খানি ভিজতে চায় তোর ভালোবাসার জোছনায়।
তুই কি ভালোবাসবি আমায় !!
তোর কথা বলে আজকাল রাত জাগা তারারা,
তোর কথা বলে যায়, প্রজাপতি মৌমাছি ভোমরা।
বাতাসের উষ্ণতা, আলোর নিরবতা,
উদাসী সোতে চলে যাওয়া,
আকাশের ছুঁয়ে মেঘেদের নিরুদ্দেশ হওয়া।
সব বলে, আমি তোকে ভালোবাসে ফেলে,
সকালের রোদের মতো মিশে গিয়েছি শিশিরের জলে।
তবে চাওয়া পাওয়ার হিসেব জানি না।
তুই আমার স্বপ্নের ঠিকানা।
তোর সাথে পারি যেতে,
হাজার ঝুঁকি ভরা পথ,
তোর শ্বাসে প্রশ্বাসে মিশে থাকবার নিতে চাই সপথ।
ভালোবাসা রঙমাখা যদিও একটা বদঅভ্যাস।
তোর চোখে আমি যে  আজ দেখেচ্ছি,  
তাই নিজের সর্বনাশ।
তবুও ভালোবাসে তোকে আমি হতে রাজি হাজার দীর্ঘশ্বাস।