চাতকের মতো তৃষ্ণার্ত ছিলাম আমি ,
পুড়েছি একাকীত্বের জ্বালায়।
হঠাৎ এলে তুমি,
তোমার ভিজে হাসিতে ,
সিক্ত করলো আমায়।
জানি প্রজাপতি মতো, চঞ্চল তুমি ,
উড়ে যাও ক্ষনে ক্ষনে,
তবুও মন চায় তোমায় বন্দী করি ভালোবাসার বন্ধনে।
তুমি আমার জন্য পারবে কি অন্ধকার হতে!!
আমি চাই তোমার কোলে আশ্রয় নিতে।
নয়তো মৃত্যু হয়ে, আপনা করে  নিয়ে যাও তুমি আমরে।
আমি যে হারিয়ে ফেলেছি ভিড়ে ভিতরে,
একাকিত্ব আমাকে রেখেছে বড়ো অসহায় করে।
তোমার সাথে যদি বাঁচাতে চায় মন প্রতি মুহূর্ত,
মেনে নিয়ে সব শর্ত।
এখন বলছে আমার মন, আমার প্রতিটা স্পন্দন,
মিশে যেতে চাই আমি তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে, তোমাকে ভালোবেসে।