একটা দীর্ঘশ্বাস ফেলে
এ প্রিয় পৃথিবীটা হয়তো
যাবে ভুলে
আমায় একমুহুর্তে।
শত ব্যস্ততায় কিছু স্মৃতিতে
হয়তো পরবে মনে আমায় কখনো সখনো তোমার,
যখন আমি থাকবো না এ পৃথিবীতে‌ ।
অথবা তুমি হয়তো এখন ভুলে গেছো  আমায়।
তবু জেনো মৃত্যুর ভয় আমার পাজার কাঁপায়।
আসলে আমি ঝিনুক হলে ভালো হতো
মৃত্যু ঝিনুকের মতো
আমি পরে থাকতাম তোমার অপেক্ষায়।
আমার বিরহ কথা সমুদ্র ছড়িয়ে দিতো হাওয়ায় হাওয়ায়।।
মৃত্যু আমি ভয় পাই না জানো।
কিন্তু এখন যে দেখি স্বপ্ন
বার বার।
আমাদের দেখা হয়েছে আবার,
আমি চেষ্টা করেছি তোমার অভিমান ভাঙার।
তারপর ঠোটে ঠোট রেখে,
ডুবেছি এ সমুদ্র সুখে।
স্বপ্ন জানি এ দিবা স্বপ্ন
এ শতাব্দী কেটে গেল বিরহের যন্ত্রনায় ,
তবু কেন ভুলি না তোমায়।
যদিও ভোলাটা খুবই প্রয়োজনীয়
কারণ জানি না কখন মৃত্যুর আমি হয়ে যাবো প্রিয়।
কোন আফসোস নিয়ে চাই না
বিদায় নিতে
এই সুন্দর পৃথিবী হতে ।