প্রেম তো যমুনা,
কালো জল করে ছল ছল, সাগরে তার যাওয়া হলো না।
কলঙ্কিনী হয়ে, নীরবে গেলো বয়ে।
উত্তাল প্রেম তার তবুও পেললো না, অপেক্ষারত মোহনা।
অপ্সরা মতন জোছনা,
নরম আলোর আদরে ,
নব যৌবনা যমুনা ,
বিরহ ব্যাথা যায় বেড়ে।
সাক্ষী সে বিখ্যাত কত প্রেমে গল্প স্থাপত্য নিদর্শনের।
তবুও প্রেমের স্বাদ নিতে
পারলো না সে পৌঁছাতে সমুদ্র সৈকতে,,