আমি বাপের হোটেলে খাই
রাতে কিংবা দুপুরে
খাবারের কোন চিন্তা নাই
পকেট খরচা খুব বেশী না মিললেও
রাগ-টাগ খাঠিয়ে যা পাই
তাতে মোটের উপর দিনটা চলে যায়


তবু যে স্বাস্তি নাই
তাই চারপাশ ঘিরে থাকে তীব্র হতাশায়
সমাজের চোখে পরিনত হয়
এ হৃদয় তাই বিষফোঁড়ায়
আর সামর্থহীন জীবন ছুটে
বিনা দন্ডে, আক্ষেপের  জেলখানায়