আমি বোধহয় তুমিবিহীন বাচতে শিখে যাচ্ছি
তুমায় ছেড়ে


তুমার ভেতর থেকে ধেয়ে আসা সুমুদ্রের ঝড়ো ঢেঊ এর বেগে বালুচরে উপড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি
আমি ক্রমশ সরে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি
গভীর জলের  শৈবালের ছায়া নীড় ছেড়ে
আমি ধেয়ে আসছি তুমার ভেতরে থাকা আমার ভালোলাগার খড়কুটো সমেত, তুমিহীনতার অরন্যকে


আমি বোধহয় তুমায় ছেড়ে এগুচ্ছি
তুমারি সম্মুখে,নিরবে ঝরে পরা অশ্রুজলে
আমি বোধয় ছেড়ে যাচ্ছি,বায়ুবেগে ভেসে যাচ্ছি
আধার ঘনিয়ে আসা মেঘেদের কোলে বসে
বোবাকান্নার জলরঙে আকা ক্যানভাসে
আমি হয়তো গুটিয়ে নিচ্ছি নিজেকে
বুকের গভীরে থাকা পুষ্পবাগান ছেড়ে
আমি বোধয় ক্রমশ হারিয়ে যাচ্ছি, সরে যাচ্ছি
তুমাকে ছেড়ে বহু দূরে,ধু ধু তেপান্তরে
এই জট ছাড়িয়ে বোধহয় জড়িয়ে যাচ্ছি  
তুমিহীনতার মায়াজালে


আমি বোধহয় তুমিবিহীন বাচতে শিখে যাচ্ছি
তুমায় ছেড়ে