এই বিকেলটার ও একটা নিজেস্ব সৌন্দর্য আছে
রঙ আছে, শব্দ আছে, গন্ধ আছে
আপন মহিমা আছে
এই বিকেলটার ও কিছু গল্প আছে
পাখিদের ঘড়ে ফেরা গল্প, বিদায়পথের সুর্যের গল্প,কৃষাণীর ঘরে ফেরার গল্প,শেষবেলার অফিসের গল্প,
টেলিফোনের ওপারে থাকা প্রেয়সীর গল্প
আরো কতো শত গল্প


একান্ত নিজেস্বতায়  নিজেস্ব এই বিকেলেরও পরিসমাপ্তি আছে
জানলার সচ্ছ কাচ উদীয়মান ইলেক্ট্রিসিটির আলোতে হবে যার সমাধি
তাই অপেক্ষারা বসে আছে নতুন ভোরের
আগামী দিনের, আগামীকালের জন্যে
যে বিকেলে হারিয়ে যাবে
এই খুজে ফেরা বিকেল
এই মুহুর্ত, এই সময়
আর গত হয়ে যাবে সব গল্প
শব্দ, কথা, হাসি কিংবা ব্যাথা
নতুন গল্পের ভিড়ে


তুবু কোথাও না কোথাও ফিরে পাবে এ রেশ
আচমকা কোন উড়ে যাওয়া পাখির ডানায়
কিংবা হটাৎ করে ধেয়ে আসা ঝাপটা হাওয়ায়
অথবা ক্ষনিকের উদাসীনতায়
তাই চলার পথে কোথাও না কোথায়
ছায়া হয়ে পাশে পাবে এই বিকেল
মুচকি হাসির অনুররনে
যেখানে মুখরিত হবে একঘেয়ে চারপাশ
হৃদয় ছুয়া স্পন্দনে