আমি আধারেই প্রদিব জ্বালবো
কারণ আলোর প্রদিপ অপ্রয়োজন
বতোলাজতকৃত ঝলসানো আলোর
কখোন প্রয়োজন ছিলো না
এই  আলোক প্রদিবের
অতএব এই আলোর প্রকৃত প্রাপক
বঞ্চিত আধার, যাকে ছেড়ে চলে গেছে
আলোর মিছিল বহুক্রোশ দূরে


ঐ আধারের বুকেই উন্মুক্ত করবো
সব বোতল বন্দী জোনাকির দল
যাদের অবাধ বিচরন দেবে একঘেয়ে বন্দিত্বর বুকে  নিভু নিভু আশ্বাস
অগ্রগামী হবে কার্নিশে আটকে থাকা সর্বশেষ বিশ্বাস


আমি সেখানেই এই ক্ষীয়মান আলো জ্বালবো
যেখানে জুড়াবে নিধর প্রাণ,খুজবো অস্পর্শী মুক্তির ঘ্রাণ
যেখানে চুপসে যাওয়া মন অপেক্ষারত
অগ্নি শিখার
আমি সেই ঘুটঘুটে আধারেই প্রদিব জ্বালবো


আলোতে অপ্রয়োজন এই প্রদিবের
কিংবা কিঞ্চিৎ আলোক রশ্নির
অতএব আমি এই প্রদিবের প্রকৃত প্রাপকের হাতেই তুলে দেবো সল্পতেজী অগ্নিশিখা
ঐ আধারের বুকেই জ্বালবো সে প্রদিব
যার উত্তাপ দেবে আলোর দিশা