টিপ টিপ বৃষ্টি ঝড়ে পরুক
তুমার আমার জানালায়
সন্ধে ঘনিয়ে আসুক
তুমার আমার আংগিনায়
বৃষ্টি নামুক আজ আঝোর ধারায়
তুমার আমার পাড়ায়


বর্ষার এ ধারায় বৃষ্টি পরুক
একান্তের তীব্রতায়
সারা আকাশ জুড়ে মেঘ ভিড় জমাক
তুমার আমার ঠিকানায়
এই একলা মন আজ
ছায়া হোক তুমার পাশে
আলিংগনের মোহ মায়ায়


বর্নে গন্ধে একাকার হোক আজ
তুমার আমার আংগিনা
আকাশ ভেংগে বৃষ্টি ঝরুক
স্বপ্নের শীতল হাওয়ায়
জড়িয়ে পরুক তোমার আমার হৃদয়
ঝরে পরুক নিরালা অপেক্ষায়

খুব করে বৃষ্টি হোক আজ রাত্রীরে
নাচুক বৃষ্টির জলনুপুর আজ
তুমার আমার মনে
তুমার আমার শহরে
টিপ টিপ বৃষ্টি ঝড়ে পরুক
ঝাপটা লাগুক
তুমার আমার জানালাতে


আজ কিছু নিশ্চুপতা আসুক
তুমার আমার পাড়ায়
বুকের গভীর সমুদ্রে আজ
ঝম ঝমিয়ে বৃষ্টি নেমে আসুক, আজ অঝোর ধারায়
আর এই রাত্রীর বুক স্তব্ধ করে
তুমার আমার হৃদয় ভরে উঠুক
ভালো থাকার বাসনায়


বৃষ্টি ঝরুক, ঝরে পরুক
আজ আমাদের গোটা শহরে
তুমার আমার গহীন অব্যক্তে
সঞ্চিত হোক সব শব্দরাশি
আর মর্মস্পর্শী ধারায় ধুয়ে যাক
সব ধুলিমাখা পত্রপল্লব
সবুজ-সবুজে ফুটে উঠুক প্রভাত
তুমার আমার শহরে আজ খুব বৃষ্টি হোক
শব্দের ঝংকারে
বেজে উঠুক সপ্তসুর
তোমার আমার হৃদয়ে
সৃষ্টির মাতমে হারিয়ে যাক মন
সপ্নলোকে ভেসে
শ্রান্তির সুউচ্চ পাহাড়ে
তাই আজ ঝরে পরুক, বেজে উঠুক
জলনুপুর ,আমাদের হৃদ মাজারে


তোমার আমার শহরের ধুলিকনা মুছে
নব উদ্যোমে সেজে উঠুক সরলরৈখিক পথ
আর অভিপ্রায়ের বীজ ফুটে অংকুরিত হোক
সদ্যজাত তৃন
তোমার আমার নির্জলা ভুমিতে
স্নিগ্ধ হৃদয়ে উঠোন ভরে ঊঠুক
ঢলে পরা সুর্যের হাসিতে খচিত
আগামীর গানে গানে


টিপ টিপ বৃষ্টি ঝড়ে পরুক আজ
এই উতপ্ততা জুড়ে
ঝড়ে পরুক সে আঝোর বেগে
তোমার আমার আংগিনাতে
এক আকাশ মেঘ গলে
ঝরুক বর্ষা আজ , অঝোর বেগে
তুমার আমার পাড়ায়,ঠিকানায় কিংবা শহরে