আমার দুয়ারেও অন্ধকার নেমে আসে
তুমার মতন করে
ঝি ঝি পোকার শব্দ বাজে
নিস্তব্ধতা ভর করে
তোমার মতই একাকী সন্ধায়
শুন্যতার ডানা ঝাপটে উড়ে যায়
সব নীরে ফেরা পাখি,আপন ভুবনে


তুমি জোনাক হয়ে জ্বলবে বলে
এই বিষাদময় অন্ধকার জুড়ে
ক্লান্তিরা জেগে থাকে
ক্লান্তিহীনতার সংলাপ লিখে
আর মন ডুবে থাকে তোমার গভীরে
পারি দিতে তোমার উতলা নদী
সাতারুর ডুব সাতারে


আমার দুয়ারেও সুর্য ফিরে যায়
আধার ঘনিয়ে সন্ধ্যা নামে
আর আধারের অভ্যন্তরে
তুমি আসবে বলে জোনাক জ্বলে
তারা ঝিলমিল করে বিস্তির্ন আকাশে
একাকী চাঁদ অপেক্ষায় থাকে
শুধু তুমি আসবে বলে