এক ভয়ানক হিংস্র ক্ষিদে
ক্ষিপ্র বেগে এগিয়ে চলছে শিরায় শিরায়
রক্ত প্রবাহের উষ্ণতা ক্রমশ উতপ্ত করছে শরীর
শীতল বাতাসের আকাঙ্ক্ষায়
প্রবল সামুদ্রিক ঢেউ এর সহিত আছরে পরছে জলজ প্রান
সুমুদ্র সৈকতে
আর ডাংগায় আটকে পরা মৎসের ন্যায়
ছটফট করছে হৃদয়
নিশ্চিত আবাসস্থলের কাকুতিতে


চার দেয়ালে বন্দী আহত সিংহের গর্জন
কাপিয়ে তুলছে চারপাশ  
আর শ্লথ গতিতে গজিয়ে উঠছে বিষদাত
ছোবলের অপেক্ষায়
জেগে উঠছে বুনো হাওয়া
সবুজাভ বনাঞ্চলে


সঞ্চারিত হচ্ছে বিধ্বংসী বারুদ
তছনছ করে দিতে
পরম্পরার পোড়ামাটিতে গড়ে উঠা
এই নগরীক দেয়াল
যেখানে নগরীর সিংহদার পেরিয়ে প্রবেশাধিকার পেতে
বসতে হবে দীর্ঘদিবসী অনশনে
অথবা সইতে হবে যন্ত্রনা, প্রাচীন শেকল বন্দী বন্দীত্বে


আর ঠোস পরানো ক্ষুদার্থ সিংহের
ঠোস খুলতে চাইলে প্রয়োজন
নাগরিক স্বিকৃতির
যেই প্রাগৈতিহাসিক স্বিকৃতির  প্রমানপত্র
একটি চকচকে মুকুট কিংবা সিন্দুক এর চিরস্থায়ী বন্দবস্তো


অতএব যেকোন মুহুর্তে বিস্ফোরণ
কিংবা আত্বঘাতী ধ্বংসযজ্ঞের দায়ে
শাস্তি প্রদানের জন্য প্রস্তুত হও
মহামান্য আদালত
নয়তো নগর রক্ষা প্রকল্পে
সাম্যের মাপকাঠিতে বন্দবস্তো করো
মুকুট কিংবা সিন্দুকের চাবি


অন্যথায় এই আত্ববিধ্বংসী ক্ষিদের হিংস্রতা
যেকোনো মুহুর্তে আক্রমণ হানতে পারে
তুমাদের পরম্পরার ছাচে গড়া নগরীতে
ছোচালো নখের থাবায় লন্ঠভন্ড করতে পারে
তিলে তিলে গড়ে উঠা এই নগরী
উন্মাদ মস্তিষ্কের হিংস্র ক্ষিপ্রতাতে


অতএব, দুর্গম অরন্যকে গড়ে দাও বনবাস
অথবা উন্মুক্ত করো এই বাধ্যতামূলক দার্শনিক সিংহদ্বার
না হয় ক্ষুদার তাড়নায়
পংগপালের ন্যায় গোগ্রাসে গিলে নিবে
এই সাজানো নগরী
রক্ষীদের নির্বাক দৃষ্টি সীমানায়
এক অপ্রতিরোধ্য গতিবেগে