অন্যমনস্ক চলার পথে
এই  হাত ধরে টেনে নিয়ে যেতেও তো পারিস নির্জনে
বললেও তো পারিস অধিকার ফলিয়ে
কাল থেকে এমন উদ্ভট ভাবে চলবি না
এই অসংলগ্ন জীবনাচারে থাকবি না
অনিয়মের বেড়িতে আর করবি না কোন দুঃখ বিলাস,অসুখী নীলাচলে


এই ভবঘুরে জীবন ছেড়ে
ঘড়ে ফিরবি নিশ্চুপে
তুলবি না আর কোন আক্ষেপী শব্দ
কিংবা বিষাদী সুর
ও মনের গভীরে


শার্টের কলারটা চেপে
এক হেচকা টানে কাছে  নিয়ে বললেও তো পারিস
''শুন,তুই শুধুই আমার, একান্তই আমার ''
এবং একান্ত আমার হইয়েই থাকবি চিরকাল
অতএব আজ থেকে আর চলবে না এই হালচাল খুজতে হবে না কাউকে ও মনের আকাশজুড়ে
অন্য কোন মুখ কিংবা তোর নিত্য খুজা তুমিকে
অন্য কোন চোখে দেখতে হবে না আর শ্বাশতকে
বুনতে হবে কোন  নৃভিতের গল্প
তোর মনের গহীনে


এই চোখেই রাখবি চোখ
দেখবি শুধু আমায় অপলকে
অদ্য হইতে আজীবন
শ্রান্তি পাবি এই ঠোটে
এই বুকেতেই ঘুমবি তুই
ক্লান্ত দিনের শেষে


বল্লেও তো পারিস
এই সব কথা তোর
এক নিশ্বাসে
এক অঘাত বিশ্বাসে


বললেও তো পারিস
কাছে এসে, পাশে বসে
"ভালোবাসি তোকে খুব যতনে
এ মনের গহীনে "