শুন্যের মাঝে, শুন্যই বিরাজ করে
মধ্যে মধ্যে মাইনাস ফিগার চলে
একের মুখে চোটাঘাত করে
একাধিক  সে ঘুড়ে দূরে দূরে


গ্রেড সীট আমার কমতির পথে
চাকরির বাজার বেজায় চড়ে
দিন যায় ভিষণ শূন্যতার ঘোরে
আর সিগারেটের ধুয়ো ছুটে তীব্র বেগে


সমাজের চোখ অগ্নিদগ্ধ
এদিকে আমার দু চোখ ঘোরে বন্ধ
রাধা বেটি ঘড়ে ফুপিয়ে কাদে
বিসিএস ক্যাডার এই আসলো বলে


প্রতি রাত্রে বাবা, মাকে বলে
খাবারটা দাও না বন্ধ করে
বেহায়াটা  তবু যাচ্ছে গিলে
লাজ শরমেড়  মাথা খুড়ে


তাই, লাল দুটি চোখ
সিগারেটে মারে ফুক
আর হাজারো আশায় ভরে যায় বুক
ক্ষানিক বাদেই হয়তো ভরাবে সে সকলের মুখ