মরে তো গিয়েছি অনেক আগেই
যে বার আমার প্রাপ্য অধিকার হারিয়ে
পরেছিলাম ধুলো ঝড়ে
মরে তো গেছি সেই সময়েই
যে সময়ে বেধেছিলাম ঘড়
দুঃসাহসিক নৌযানে
যে যান ডুবে গিয়েছিলো
সময়ের  জলোচ্ছ্বাসে
তখনি তো মরে গিয়েছি দমবন্ধ হয়ে
এখনো আমি  বেচে আছি
সে কথা তুমি ভাবো  কি করে!

আমি তো জন্মেছিলাম শুধু শৈশবের ঠুনকো সময়ের জন্য
বেড়ে উঠেছিলাম ক্ষনস্থায়ী জীবনকে নিঃশেষ করার জন্য
তাই যৌবনের উচ্ছলাতার  মৃত্যু হয়েছে
কোন এক আততায়ীর হাতে
তাই আমাকে জীবিত ভেবে ভুল করো না
কারণ আমি মারা গেছি
দ্বৈতনীতির  কাঠগড়ায় আমার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে
অ-ন্যায্যতার ফাসিকাষ্টে ঝুলিয়ে
হত্যা করা হয়েছে আমার প্রান
লুকিয়ে ফেলা হয়েছে আমার লাশ
গুম করা হয়েছে আমায়
খুন করা হয়েছে আমায়
কোন এক সুদুর প্রসারী অভিসন্ধিতে
আমাকে নিঃশেষ করা হয়েছে
পৃথিবীর  কোন প্রয়োজনে


অতএব আমার অভ্যন্তরে দেখতে পাবে
কোন প্রচীন বৃক্ষ কাষ্টে তৈরি একটা কফিন
কিছু সুর্যমুখীর বীজ
আর অস্পষ্ট সৃতি ফলক
কারন আমি আর জীবিত নেই
বেচে নেই
আমার মৃত্যু হয়েছে
বহুকাল আগে
যেই মৃত দেহের গন্ধটা শুধু আটকে আছে
সেই কফিনে


জন্মের ঠিক পরেই আমাকে মৃত্যুর সাথে আলিংগন করতে বাধ্য করা হয়েছে
পুনর্জন্মের আশ্বাসে
সমুলে উৎখাত করা হয়েছে আমাকে


এই সমাজ থেকে
এই ভুবন থেকে
এই পৃথিবী থেকে


তাই এখানে আমি নেই
পরে আছে শুধু আমার মৃত দেহ
অতএব আমায় আর জীবন্ত ভেবে ভুল করো না
কারণ আমি আর জীবিত নেই