তোমার চোখের সামনেই ছুড়া হয়েছিলো
সেই শেল,যে শেলের খোলস পরে ছিলো
আনন্দ মিছিল শেষে
যেখানে পুরছিলো ডানা ঝাপটানো
পাখিদের দেহাবশেষ, উষ্ণতা ছড়াতে


তোমারি সামনে মেতেছিলো সে উৎসব
নিশ্চুপে ঝড়ে যাওয়া মস্তিষ্কের রক্তক্ষরনে
পুড়ছিলো ঘর, ছদ্মবেশী আতংবাদীর হাতে
তোমারই হাতে হাত রেখে
প্রদেয় হয়েছিলো সেই বিষাদ
ভালোবাসার শ্রাদ্ধে


তুমাকেই দাড় করানো হয়েছিলো
তোমার উদাসীন সহজের
আনন্দ বৈতরণীতে
লেগে ছিলো গ্লাসে
সেই উন্মাদ মহুয়ার জল,নীরব অন্ধকারে


চিরো সুখের অসুখে
বেধেছিল সুখ
নেশাতুর চোখের নির্বাক সম্মতিতে