তোমাকেও বেলা শেষে  ধসে পরতে হয়
পাহাড়ের পাদদেশে
তুমি কতটা অসহায় নিজ বেশে
সেটা যদি বুঝতে
আহা অহমিকা
তুমি যদি সে কথা ভাবতে


তুমি কতটা শক্তিশালী যে
তুমাকেও নিঃস্ব হয়ে পরে থাকতে হয়
চুর্ন আলোর অন্ধকারে
যেখানে অবশিষ্ট সূর্যমুখীর বাগান
মরে পরে থাকে সুর্যের অবর্তমানে
সেই মুহুর্তের কথা যদি ভাবতে
কিংবা যদি বোঝতে


অহমিকা?
তুমি কতটা শক্তিশালী যে
সব শেষে তোমাকেও ধসে পরতে হয়
চুড়ার শীর্ষ থেকে!
ভেংগে চুরমার হয়ে পরতে হয়
পাহাড়ের পাদদেশে!