ফুল ছাড়িয়া কাটা হাতে খুচিয়া বাহাইলা রক্তগংগা
উঠোন ভিজাইলা, ঘড় ডুবাইলা
ভিজাইলা  নিজ হাতটা
বাকি রইলো শুধু এই দেহঘড়ি
তাহা লইয়া রক্তস্রোতে ভাসিয়া ধর্মতলায় ভিড়াইলা অবশেষের ভাংগা তরী
আবার সেই রক্তে মাখাইলা ধর্ম বাগানের জমি
আসছে বারে শুকাইবে বলে সাধের উঠোনখানি


যেথা বীজ হইতে উঠিবার কথা বৃক্ষছায়া
রক্তস্রোতে ডুবাইয়া সেই মাটি
কেন বহাও অকুল নদী
আর কত রক্ত ঝড়াইবা শুনি!
অবশেষে পাইবা তো কুল কিনারা খুজি!


পুজোর চাহিদা ফুলের
কাটা দিয়ে তো আর পুজো হয় না
রক্তের দামে কেনা দুধে না হয় পুজো কার্য চলবে
কিন্তু যে রক্তের দাম দিয়ে কিনলে আর্চনার ফুল
তোমার ঈশ্বর কি সেই রক্তের অভিশাপ পারবে ঘোচাতে !


কেনো বারবার আসো নির্বাক ইশ্বরের পদচারনায়
সেই রক্তযানে এ চরে!
কেনো মিছে ছলনায় চাও রক্তের চিহ্ন মুছতে
কেনো ঢালো রক্তের বিনিময়ে ক্রয়কৃত দুগ্ধরাশি
সেই রক্তের উপরে
কেনো অদৃশ্যে রাখো সেই হাসিদের ফাসি!
যেই হাস্যজ্জল হৃদয়ের দন্ডে
এনেছো কিনে আর্চনার দ্রব্যাদি!
বলো তো শুনি


তুমার সর্বময় ঈশ্বর কি তবে দেখে না তোমার
এই ছলচাতুরী! নাকি তুমি গিয়েছো তাহার সর্বময়তা ছাড়ি!